শীঘ্রই ঢাকা-লন্ডন চুক্তি সম্পাদিত হচ্ছে
ঢাকা: ব্রিটেন বাংলাদেশকে পণ্য সাহায্য বাবদ মােট ৯০ লাখ পাউন্ড দেবে। এ ব্যাপারে খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে। বর্তমানে ব্রিটেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন। ও ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন দফতরের মন্ত্রী মিসেস জুডিথ হার্টের মধ্যে উচ্চ পর্যায়ের এক আলােচনার পর যুগপৎভাবে জানানাে হয় ব্রিটেন এ সাহায্যের কথা দুবার ঘােষণা করলাে। প্রথমে ব্রিটেন পঞ্চাশ লক্ষ পাউন্ড এবং নতুন করে আরাে চল্লিশ লক্ষ পাউন্ডের কথা ঘােষণা করেছে। এ যুক্ত ঘােষণায় বলা হয় যে, ক্রয়ের উদ্দেশ্যে পঞ্চাশ লক্ষ স্টালিং নতুন সাহায্য অবিলম্বে পাওয়া যাবে। এ ব্যাপারে মিসেস হার্ট বাংলাদেশের দীর্ঘমেয়াদী চাহিদা সম্পর্কে বিশ্বব্যাংক ও অন্যান্য সাহায্যকারী দেশগুলাের সাথে আলােচনা করেছেন বলে জানান। অন্যদিকে বন্যাজনিত কারণে ব্রিটেন বাংলাদেশকে মােট ৩০ হাজার টন গম দেবে। পূর্ব ঘােষণায় এর পরিমাণ ছিল ২২ হাজার টন। এই সংবাদ ব্রিটিশ তথ্য দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।৩
রেফারেন্স: ২ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত