You dont have javascript enabled! Please enable it! 1974.08.29 | খােন্দকার মােশতাকের ইরানের কৃষিমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলােচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

খােন্দকার মােশতাকের ইরানের কৃষিমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলােচনা

কাবুল: বাণিজ্য ও বহির্বাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ কাবুলে যাওয়ার পথে তেহরানে পৌছে কৃষি ও প্রাকৃতিক সম্পদ দফতরের মন্ত্রী জনাব ম্যানসুর রােহানী ও তেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজিং ডিরেক্টর ড, মনুচার ইকবালের সাথে সাক্ষাৎ করেন। জনাব মােশতাক আহমদ দু’দেশের বন্ধুত্বমূলক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলােচনা করছেন। জনাব মােশতাক বাংলাদেশের সর্বনাশা বন্যায় ক্ষয়ক্ষতির একটা খতিয়ান ইরান সরকারের সামনে তুলে ধরেন। বন্যাদুর্গত জনগণের প্রতি ইরান সরকারের সাহায্য ও সহানুভূতির জন্য তিনি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মন্ত্রীদের সাথে আলাপ আলােচনার সময় দুই দেশের অর্থনৈতিক সহযােগিতার বিষয় আলােচনা করেছেন। মােশতাকের কাবুল উপস্থিতির পর কাবুল থেকে প্রাপ্ত অন্য সংবাদে প্রকাশ, বাংলাদেশের বাণিজ্য ও বহির্বাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ তেহরান থেকে কাবুল এসে পৌঁছেছেন। কাবুলে অবস্থানের সময় তিনি ডেপুটি প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে আলােচনায় মিলিত হবে।৯৮

রেফারেন্স: ২৯ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত