You dont have javascript enabled! Please enable it! 1974.08.28 | ৩ দেশ অর্থনৈতিক ও কারিগরি সাহায্য দেবে: সৈয়দ নজরুল | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

৩ দেশ অর্থনৈতিক ও কারিগরি সাহায্য দেবে: সৈয়দ নজরুল

ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ঢাকা বিমান বন্দরে তথ্য প্রকাশ করেন যে, তিনটি পূর্ব ইউরােপীয় সমাজতান্ত্রিক দেশ সােভিয়েত ইউনিয়ন, রুমানিয়া ও যুগােস্লাভিয়া প্রথম পাঁচসালা পরিকল্পনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিক ও কারিগরি সাহায্যদানের নিশ্চয়তা দিয়েছেন। তিনি তিন সপ্তাহব্যাপী পূর্ব ইউরােপীয় দেশসমূহ সফরশেষে ঢাকা পৌছে সাংবাদিকদের সাথে আলােচনাকালে আরাে বলেন যে, সরকার যেসব গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পে সাহায্যদানের ব্যাপারে আলােচনা চূড়ান্ত করা হয়েছে সেগুলাে হচ্ছে রুমানিয়ার অর্থনৈতিক ও কারিগরী সাহায্যে একটি বিরাট পেট্রোকেমিক্যাল শিল্প ও দুটি কাপড়ের মিল। সােভিয়েত সাহায্যে চট্টগ্রামে ইস্পাত কারখানা ও ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও আধুনিকীকরণ। প্রসঙ্গত আরাে বলেন যে, বাংলাদেশের নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যসামগ্রী, সুতি বস্ত্র খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য যন্ত্রপাতির চাহিদা মেটানাের জন্য সােভিয়েত ইউনিয়ন বিরাট আকারে পণ্য সাহায্যদানের ব্যাপারে দু’একদিনের মধ্যেই ঘােষণা করবে। শিল্পমন্ত্রী এসব প্রকল্পের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন যে, রুমানিয়ার সাহায্যে যে পেট্রোকেমিক্যাল স্থাপিত হবে তাতে পি ভি এক্স ও পি এস সি ইউনিট থাকবে। ফলে দেশে কৃত্রিম তম্ভ ও ঔষধপত্র কেমিক্যাল চামড়া ও চামড়াজাত দ্রব্য চাহিদা মেটানাে যাবে। সার উৎপাদনের জন্য অপর একটি পৃথক ইউনিট স্থাপনের ব্যাপারে ইতােপূর্বে বিশ্ব ব্যাংকের সাথে আলােচনা চূড়ান্ত করা হয়েছে। রুমানিয়ার সাহায্যে দুটি বস্ত্র মিল স্থাপনের ব্যাপারে শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অন্যান্য শিল্পের খসড়া পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যুগােস্লাভ সরকার প্রথম পাঁচসালা পরিকল্পনাকালে বাংলাদেশকে পণ্য ও প্রকল্প সাহায্য দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের বিশেষজ্ঞরা অর্থনৈতিক সহযােগিতার ক্ষেত্র নির্ধারণের জন্য শীঘ্রই এক বৈঠকে মিলিত হবেন। তিনি বন্যা সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, সমাজতান্ত্রিক দেশসমূহ সফরকালে লক্ষ্য করেছেন যে, সেসব দেশের সরকার বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য অত্যন্ত উদ্বিগ্ন। সােভিয়েত সরকার ৪০ লক্ষ মার্কিন ডলার, রুমানিয়া সরকার ৫০০০ মার্কিন ডলার সাহায্যদানের কথা ঘােষণা করেছেন। তিনি এই মানবিক মনােভাবের জন্য উপরােক্ত সরকারগুলােকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব নজরুল তার এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে আখ্যায়িত করে বলেন যে, এই সফরের ফলে সমাজতান্ত্রিক দেশগুলাের সাথে বাংলাদেশ পারস্পরিক অর্থনৈতিক সহযােগিতা ও সাধারণ স্বার্থের ভিত্তিতে চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপনের পথ সুগম করবে।৯৪

রেফারেন্স: ২৮ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত