বাংলাদেশ থেকে যুগােশ্লাভিয়া ৮৫ হাজার বেল পাট কিনবে
ঢাকা: ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যুগােশ্লাভিয়া নগদ অর্থে বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রেডের ৮৫ হাজার বেল কাঁচা পাট ক্রয় করবে। এই পাট ব্যবসায় বাংলাদেশ সরকার নগদ মুদ্রার ২১ লক্ষ ৩৭ হাজার পাউন্ড স্ট্রালিং লাভ করবে। বাংলাদেশে যুগােশ্লাভিয়ার আন্ত:রপ্তানির ডিরেক্টর মি. স্টভেন সেডলেক ও বাংলাদেশ পাট রপ্তানি কর্পোরেশনের চীফ ম্যানেজার (বিক্রয়) জনাব খালেদ রব নিজ নিজ দেশের সরকারের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেছেন। আমাদের স্টাফ রিপাের্টার জানাচ্ছেন যে, সমাজতান্ত্রিক দেশগুলাের মধ্যে যুগােশ্লাভিয়া সর্বপ্রথম নগদ মূল্যে পাট ক্রয় করল। উল্লেখ্য যে, বিভিন্ন সমাজতান্ত্রিক বিনিময় বাণিজ্যের মাধ্যমে পাট আমদানি করে অর্থাৎ তারা পাটের পরিবর্তে অন্য জিনিস বাংলাদেশে রপ্তানি করে।৯৬
রেফারেন্স: ২৮ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত