You dont have javascript enabled! Please enable it! 1974.08.25 | বাংলাদেশ ও চীনের মধ্যে ভালাে সম্পর্ক গড়ে উঠবে বলে মি. হে ইয়ং ভবিষ্যৎ বাণী করেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মধ্যপ্রাচ্যের অজ্ঞাত স্থানের বৈঠক দ্রুত বন্ধুত্ব গড়ে উঠবে

এনা: চীনা সহকারী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মি. হে ইয়ং বাংলাদেশ ও চীনের মধ্যে ভালাে সম্পর্ক গড়ে উঠবে বলে ভবিষ্যৎ বাণী করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্রুত গড়ে উঠবে। বার্তা সংস্থা এনা প্রতিনিধি গােলাম রসুল মল্লিক এক প্রতিবেদনে জানান যে, বাংলাদেশের জনৈক প্রবীণ নেতার সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন এক স্থানে উক্ত চীনা নেতার সাথে অনির্ধারিত বৈঠক হয়েছে। বৈঠকে চীনা নেতা জানান, বাংলাদেশের জন্য তার দেশের জনগণের শুভেচ্ছা রয়েছে। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চীন আগ্রহী। অনির্ধারিত বৈঠকের প্রাক্কালে চীনা নেতা বাংলাদেশের নেতার সাথে করমর্দন করেন। তার করমর্দনকালে চীনা নেতা বলেন, আমি আপনার সাথে মিলিত হতে পেরে আনন্দিত। বাংলাদেশ উপমহাদেশগুলাের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের কাজে যেসব উদ্যোগ গ্রহণ করেছে তার প্রতি চীনা নেতার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার সরকার সজাগ দৃষ্টি রেখেছে। এছাড়া চীনা নেতা মন্তব্য করেন, আপনারা (বাংলাদেশ) সঠিক পথে এগুচ্ছেন। বাংলাদেশ নেতা চীনা সরকারি প্রধানমন্ত্রীকে জানান বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলাের সাথে শান্তিপূর্ণ সহ-অবস্থান গড়ে তুলতে উদ্যোগী। এই নীতির ভিত্তিতেই বাংলাদেশ উপমহাদেশে উত্তেজনাপর্ণ পরিবেশ দর করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের ভূমিকার কথা প্রশংসা করে চীনা সহকারী প্রধানমন্ত্রী বলেন, উত্তেজনা পরিহার করে শান্তিপূর্ণ সহ-অবস্থান গড়ে তােলার জন্যই বাংলাদেশের মতাে দেশগুলাের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখতে হবে। চীনা সহকারী প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাম্রাজ্যবাদী শক্তি সর্বক্ষণ আপনাদের মাঝে মনােমালিন্য সৃষ্টি করে তাদের শােষণ প্রতিষ্ঠার কাজে সচেষ্ট। এ ব্যাপারে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বলে তিনি সতর্ক করে দেন। উপমহাদেশের সমস্যাবলীর প্রতি চীনা নেতার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আপনাদের সমস্যাবলী পারস্পরিক সহযােগিতার মাধ্যমে আপনাদেরই সমাধান করতে হবে। এ ব্যাপারে বহিরাগতের হস্তক্ষেপ অবশ্যই পরিহার করতে হবে বলে চীনা নেতা পরামর্শ দেন। চীনা সহকারী প্রধানমন্ত্রী আরাে বলেন, বাংলাদেশ ও ভারতের সাথে চীন সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী। তিনি আশা প্রকাশ করে বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন চীনের সাথে উপমহাদেশগুলাের ভালাে সম্পর্ক গড়ে উঠবে। এই প্রসঙ্গে চীনা নেতা সতর্ক করে দিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তি এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার জাতিসমূহের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে চীনা নেতা বিশ্বের শান্তিকামী জাতিসমূহের সার্বিক ঐক্যের আহ্বান জানান। চীনা সরকারি প্রধানমন্ত্রী বাংলাদেশকে পাকিস্তানের সাথে ভালাে সম্পর্ক গড়ে তােলার প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।৮৫

রেফারেন্স: ২৫ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত