You dont have javascript enabled! Please enable it! 1974.08.23 | যশােরে জাসদ নেতা গ্রেফতার | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

যশােরে জাসদ নেতা গ্রেফতার

যশাের: জাতীয় সমাজতান্ত্রিক দলের যশাের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব রবিউল আলমকে আজ সকালে কোতয়ালী পুলিশ মুরলী ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশের সাথে যােগাযােগ করে জানা যায় যে পুলিশের টহলদার বাহিনী জনাব রবিউল আলমকে যশােরখুলনা সড়কে দেখতে পায়। তিনি মােটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এবং পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। উক্ত সূত্রে আরও জানা যায় যে, জনাব রবিউল আলমকে বেআইনী অস্ত্র রাখার দায়ে এবং বহু মামলার সাথে জড়িত থাকার অভিযােগে দীর্ঘদিন যাবৎ পুলিশ খুঁজছিল। এবং তিনি ১৯৭৩ সালের জুন মাস থেকে পলাতক অবস্থায় ছিলেন। পরে তাকে জেল হাজতে পাঠানাে হয়েছে।৮১

রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত