You dont have javascript enabled! Please enable it! 1974.08.23 | মধ্যপ্রাচ্য সফর খুবই ফলপ্রসূ হয়েছে: তাজউদ্দীন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মধ্যপ্রাচ্য সফর খুবই ফলপ্রসূ হয়েছে: তাজউদ্দীন

ঢাকা: কুয়েত ইরাক ও আবুধাবী বাংলাদেশকে তার প্রথম পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নে বৈষয়িক ও অর্থনৈতিক সাহায্য দেবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ শুক্রবার ১৫ দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরশেষে ঢাকা প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, কুয়েত এবং ইরাক বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণ অপরিশােধিত তেল সরবরাহ করতে সম্মত হয়েছে। এর ফলে চট্টগ্রামে ইস্টার্ণ রিফাইনারি সারা বছর চালু রাখা সম্ভব হবে। অর্থমন্ত্রী তার সফর অত্যন্ত সফল হয়েছে বলে বর্ণনা করেন। তিনি বলেন, তেল উৎপাদনকারী দেশসমূহের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশের নিকট তারা ধারে তেল বিক্রি করবে না। কিন্তু বাংলাদেশ যাতে নগদ অর্থে তেল ক্রয় করতে পারে তারা সে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সফর যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে আরও সফলতা নিয়ে আসবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে কুয়েত বাংলাদেশের সাথে যৌথ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণে আগ্রহ দেখিয়েছে বলে জনাব তাজউদ্দীন সাংবাদিকদের নিকট তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, কোনাে বিশেষ খাতে অর্থ সাহায্য নিয়ে আলাপ আলােচনা হয়নি। কুয়েতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রথম পাঁচসালা পরিকল্পনার পরীক্ষা-নিরীক্ষা করার পর সম্ভাব্য সহযােগিতার ক্ষেত্র নির্বাচন করবেন বলে জনাব আহমদ জানান। প্রসঙ্গত উল্লেখযােগ্য অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংকের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদান করেন। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী উন্নয়ন ব্যাংকে ১ কোটি ইসলামী দীনার চাঁদা দান করবে। এই টাকা বাংলাদেশের টাকায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান। ৫ বছরের সমান কিস্তিতে এই টাকা প্রদান করা হবে। তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে যেয়ে জনাব তাজউদ্দীন আহমেদ বলেন, পাকিস্তানের বিরূপ প্রচারণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের জনগণ বাংলাদেশের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। মধ্যপ্রাচ্য সফরশেষে স্বদেশে প্রত্যাবর্তনের পথে জনাব তাজউদ্দীন নয়াদিল্লিতে ১ দিনের যাত্রাবিরতি করেন এবং সেখানে ভারতের অর্থমন্ত্রীর সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ আলােচনা করেন।৭৯

রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত