You dont have javascript enabled! Please enable it! 1974.08.25 | অধিক ধানচাষে গবেষণার কাজ জোরদার করুন- কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অধিক ধানচাষে গবেষণার কাজ জোরদার করুন

মাগুরা, হবিগঞ্জ: কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তােলার উদ্দেশ্যে গভীর পানিতে অধিক ফলনশীল ধান চাষের জন্য কৃষিবিজ্ঞানীদের গবেষণা কার্যকে জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা করেন যে, কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানাে সম্ভব হলে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বও উপকৃত হবে। জনাব সামাদ আজ এখানে ধান গবেষণা উপকেন্দ্রে সমবেত অফিসার ও কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি আজ আন্তর্জাতিক খ্যাতনামা ধান গবেষণা নিয়ে দেশের গভীর পানিতে বিভিন্ন ধরনের ধান উৎপাদন পদ্ধতি দেখানাের জন্য এখানে এসেছিলেন। তার সাথে জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের গবেষকরা ছিলেন। জয়দেবপুরে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত গভীর পানিতে ধান চাষ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণের জন্য বাংলাদেশে এসেছিলেন। সেমিনারের অন্যতম কর্মসূচির অংশ হিসেবে বিদেশি ধান গবেষকরা দেশের গভীর পানিতে ধান চাষে সম্ভাব্যতা পর্যবেক্ষণ করেছেন। সফররত বিদেশি ধান গবেষকরা আজ হেলিকপ্টার করে ময়মনসিংহ জেলার নিকট কিশােরগঞ্জ, সিলেটের শাল্লা, দিরাই, আজমীরীগঞ্জ, খালীয়াজুরী, নবীগঞ্জ, মাধবপুর, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বানীয়াচঙ্গ এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর, দাউদকান্দি প্রভৃতি স্থানে গভীর পানিতে চাষ যােগ্য এলাকা পরিদর্শন করেন। কৃষিমন্ত্রী সমাবেশে ভাষণদান প্রসঙ্গে দেশের প্রায় ৫০ লাখ একর জমি গভীর পানিতে ধান উৎপাদনের গবেষণাকে সংহত করার ওপর গুরুত্ব আরােপ করেন। এই বিশাল অনবাদী এলাকায় মাছ ও পাখি পাওয়া যায়। এই জমিকে ধান চাষের জন্য ব্যবহার করা প্রয়ােজন। সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায় বাংলাদেশ প্রতিনিধি জনাব সালাহউদ্দিন আহমদ বলেন যে, কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কোন কৃষিবিজ্ঞানী অস্বীকার করেন না। বরং কৃষকদের অভিজ্ঞতাকে তারা গবেষণা কার্যের সূত্র হিসেবে ব্যবহার করে থাকেন। তিনি কৃষিবিজ্ঞানীদের গবেষণার সুফলকে কাজে লাগানাের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। মেজর জেনারেল আবদুর রব এমপি বক্তৃতা প্রসঙ্গে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষকদের সাহায্যার্থে এগিয়ে আসার উদ্দেশ্যে আন্তর্জাতিক সংস্থাগুলাের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে মানিক চৌধুরী এমপি ও বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আমিরুল ইসলাম বক্তৃতা করেন।৮৬

রেফারেন্স: ২৫ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত