বাংলাদেশের জন্য সাহায্য, ইরানে বিপুল সাড়া
তেহরান: ইরানের প্রধানমন্ত্রী জনাব আমির আব্বাস হােবাইদার আহ্বানে সাড়া দিয়ে ইরানের তথ্য দফতরের এবং পর্যটনের সকল অফিসার ও কর্মচারীবৃন্দ বাংলাদেশের বন্যার্তদের সাহায্য হিসেবে তাদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করেছেন। ইরান সরকার এই ত্রাণ তহবিল গঠন করেছেন। জনাব হােবাইদা পূর্বাহ্নে বাংলাদেশের ভয়াবহ বন্যাকবলিত লােকদের সাহায্য করার জন্য ইরানের জনগণের প্রতি আহ্বান জানান। ইরানের দৈনিক কাইহান ইন্টারন্যাশনাল পত্রিকায় প্রথম পাতায় প্রধান শিরােনামে ইরানের প্রধানমন্ত্রীর আহ্বানে গত ১৯ আগস্ট এই খবর ছাপা হয়েছে। বাংলাদেশের বন্যার্তদের সাহায্যদানের জন্য ইরান সরকার যে ত্রাণ তহবিল গঠন করেছে উক্ত পত্রিকায় তার ব্যাংক একাউন্ট নম্বর প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী হােবাইদা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে, ইরানের জনগণ এর ঐতিহ্য বজায় রাখার জন্য তার ডাকে উল্লেখযােগ্য সাড়া দেবে।৭৭
রেফারেন্স: ২২ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত