কুমিল্লার দুর্গত অঞ্চলে বাণিজ্যমন্ত্রী
মােল্লাকান্দি, কুমিল্লা: বাণিজ্য ও বহির্বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বন্যাদুর্গত এলাকায় মহামারী প্রতিরােধে সর্বশক্তি নিয়ােগ, ত্রাণ শিবিরগুলােতে টিকা ও ইঞ্জেকশন দান নিশ্চিত করার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বন্যাদুর্গত প্রত্যেকটি অঞ্চলে ঔষধ, ত্রাণসামগ্রী ও মেডিকেল সাহায্য সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন। মন্ত্রী কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে জেলার প্রায় সমগ্র এলাকা বানের পানিতে প্লাবিত হয়ে গেছে। বন্যাপ্লাবিত অঞ্চলে যােগাযােগের একমাত্র মাধ্যম নৌকা। এতসব অসুবিধা সত্ত্বেও সরকারি কর্মচারীগণ ও অন্যান্য সাহায্য প্রতিষ্ঠানের দূরদূরান্তের বন্যার্ত অঞ্চলে সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের কাজ অব্যাহত রেখেছে। বাণিজ্যমন্ত্রী গােয়ালমারী ও মােল্লাকান্দি ত্রাণ শিবিরসমূহ পরিদর্শন করেন ও বন্যাদুর্গতদের অবস্থা সচক্ষে দর্শন করেন। তিনি গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা শহর পর্যান্ত সবখানে ত্রাণকার্য সমন্বয় ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরােপ করেন।
বন্যার্তদের জন্য কুমিল্লা বেকারী মালিকদের দান: বৃহস্পতিবার কুমিল্লা বেকারী মালিক সমিতি বন্যা দুর্গত অঞ্চলের লােকদের জন্য দু হাজার পাউন্ড রুটি দান করেন। মন্ত্রী এ রুটি গ্রহণ করেন। এ একই দিনে কুমিল্লা কোঅপারেটিভ শিল্প ইউনিয়ন বন্যার্তদের জন্য ২৫ হাজার টাকার কাপড় দান করেছে। কুমিল্লা পৌরসভা কর্মচারী সমিতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫শ টাকা দান করেন। বাণিজ্যমন্ত্রী এ টাকা গ্রহণ করেন।৩২
রেফারেন্স: ৯ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত