You dont have javascript enabled! Please enable it! 1974.08.17 | ৪০ লাখ ডলার মার্কিন সাহায্য | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

৪০ লাখ ডলার মার্কিন সাহায্য

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য ৪০ লাখ ডলার ও অন্যান্য ত্রাণসামগ্রী দান করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. ডেভিস ইউজিন বােস্টার শনিবার ত্রাণ পুনর্বাসন ও খাদ্যমন্ত্রী জনাব আবদুল মমিনের সাথে সাক্ষাৎ করে এ সাহায্যের কথা জানান। এ আই ডি-র চলতি ত্রাণ ও পুনর্বাসন সাহায্য মজুরী থেকে বন্যা বিধ্বস্ত, ঘরবাড়ি পুনঃনির্মাণে সাহায্যকল্পে বাংলাদেশের অভ্যন্তরে গৃহ নির্মাণ উপকরণ ক্রয়ের জন্য এই ৪০ লাখ ডলার ব্যয়ের অনুমােদন দেয়া হয়েছে। এ থেকে স্থানীয়ভাবে প্রাপ্ত শস্য ও বীজও কেনা যাবে।
রাষ্ট্রদূত মন্ত্রীকে আরও জানান, বন্যাদুর্গতদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্র সরকার অবিলম্বে বিমানযােগে ১৫ হাজার কম্বল, ৬শত পারিবারিক ভাইদের তাঁবু ও জরুরি খাদ্যসমাগ্রী প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে দুষ্প্রাপ্য এরূপ শাকসবজির বীজ কেনা ও আনার জন্য দুর্গত ত্রাণ তহবিল থেকেও অর্থ ব্যয়ের অনুমােদন দেয়া হয়েছে।৫৯

রেফারেন্স: ১৭ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত