You dont have javascript enabled! Please enable it! 1974.08.02 | জাতিসংঘ কর্মকর্তারা চিন্তান্বিত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

জাতিসংঘ কর্মকর্তারা চিন্তান্বিত

ঢাকা: বাংলাদেশের ১৪টি জেলার বন্যাদুর্গত মানুষের ত্রাণের জন্য আন্তর্জাতিক সমাজের আশু সাহায্য ও সহযােগিতার ব্যাপারে বাংলাদেশস্থ জাতিসংঘের এজেন্সিসমূহের প্রধানগণ গভীর প্রয়ােজন উপলব্ধি করছেন বলে বাসস জানিয়েছেন। জাতিসংঘ কর্মকর্তা এবং সােভিয়েত ইউনিয়ন, ইরাক ও সুইডেনের দূতগণ শুক্রবার কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহের বন্যাউপদ্রুত এলাকাসমূহের উপর দিয়ে বন্যা পরিস্থিতি দেখে এসে ঢাকা বিমানবন্দরে বলেন, পরিস্থিতি এখন। খুব খারাপ এবং বর্তমান হারে পানি বৃদ্ধি পেতে থাকলে অবস্থা আরাে সঙ্গীন হয়ে উঠবে।৬

রেফারেন্স: ২ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত