You dont have javascript enabled! Please enable it! 1974.08.01 | ‘বন্যার্তদের বাঁচাও’ জাতিসংঘের প্রতি কামাল হােসেন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

‘বন্যার্তদের বাঁচাও’ জাতিসংঘের প্রতি কামাল হােসেন

ঢাকা: বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের ত্রাণের কাজে আন্তর্জাতিক সমাজের সাহায্য ও সহায়তা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন জাতিসংঘের প্রতি আবেদন জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইমের কাছে প্রেরিত এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণও পাঠিয়েছেন।
বৃহস্পতিবার বাসস’র সাথে এক সাক্ষাৎকারে ড. কামাল হােসেন বলেন, বাংলাদেশকে বন্যার কবল থেকে রক্ষা করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সহায়তা কামনা করে জাতিসংঘের দুর্যোগত্রাণ সংস্থার কাছেও একটি বার্তা পাঠান হয়েছে। উল্লেখযােগ্য যে ১৪টি জেলার বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কি পরিমাণ সাহায্য দরকার তা নির্ণয়ের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ বাংলাদেশস্থ আন্তর্জাতিক সংস্থাসমূহ বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যােগাযােগ রক্ষা করে চলেছেন। স্মরণযােগ্য বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখার জন্য ঢাকাস্থ বৈদেশিক মিশনসমূহের প্রধানরা গত বুধবার সিলেট ও ময়মনসিংহের সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলাে সফর করে এসেছেন।১

রেফারেন্স: ১ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত