You dont have javascript enabled! Please enable it! 1974.07.26 | সাদতের সাথে মােশতাকের বৈঠক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সাদতের সাথে মােশতাকের বৈঠক

কায়রাে: প্রেসিডেন্ট আনােয়ার সাদত বাংলাদেশের বহির্বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদকে স্বাগত জানিয়েছেন। মন্ত্রী তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ব্যক্তিগত চিঠি প্রদান করেন। খােন্দকার মােশতাক আহমদ প্রেসিডেন্ট সাদতের প্রতি বাংলাদেশের জনগণের প্রশংসার কথা ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও আরব দেশসমূহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তােলার জন্য প্রেসিডেন্ট সাদতের অবদান অতুলনীয়। তিনি চীনের মনােভাব নরম করে উপমহাদেশে উত্তেজনা হ্রাস করার জন্য প্রেসিডেন্ট সাদতের অবদানের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন যে, অন্যান্য আরাে আরব রাষ্ট্র বিশেষ করে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে তােলার ব্যাপারে মিশর সরকার সাহায্য করবে। খােন্দকার মােশতাক আহমদ উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিকীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের কার্যকলাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি আরব জাতির প্রতি সমর্থনের কথা ঘােষণা করেন। আলােচনার অন্যান্য বিষরে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতা বিষয়টি ছিল। মােশতাক আহমদ আজ আলেকজান্দ্রিয়া রওয়ানা হয়ে গেছেন। সেখান থেকে তিনি জেদ্দা গমন করবেন। এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে বাদশাহ ফয়সালের সাথে মিলিত হবেন বলে আশা প্রকাশ করেন।৯০

রেফারেন্স: ২৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত