You dont have javascript enabled! Please enable it! 1974.07.24 | বাণিজ্যমন্ত্রী বলেন মিসর ও ইরাকের আলােচনা ফলপ্রসূ হয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাণিজ্যমন্ত্রী বলেন মিসর ও ইরাকের আলােচনা ফলপ্রসূ হয়েছে

কায়রাে: বর্তমানে মধ্যপ্রাচ্য সফররত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বলেন যে, কায়রােতে মিসরীয় কর্তৃপক্ষের সাথে তার আলােচনা ফলপ্রসূ হয়েছে। তিনি ইরাক ও মিসরে তার আলােচনা সম্পর্কে বলেন যে, এই আলােচনা নিঃসন্দেহে বাংলাদেশ ও এসব দেশের মধ্যকার মৈত্রী সম্পর্ককে আরাে জোরদার করতে সহায়ক হবে। খােন্দকার মােশতাক আহমেদ প্রসঙ্গত আরাে বলেন, ইরাক ও মিসরীয় প্রতিনিধিদের সাথে আলােচনায় তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন। এসব আরব নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের জন্য উত্তম ও ভ্রাতৃপ্রতীম মনােভাব দর্শনে তিনি বিমােহিত হয়েছেন। মন্ত্রী মহােদয় আগামীকাল সৌদি আরবের সরকারি অফিসারদের সাথে আলােচনা করবেন এবং পরদিন স্বদেশ অভিমুখে রওনা হবেন।৮৫

রেফারেন্স: ২৪ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত