চোরাচালান ও দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করুন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম এ মনসুর আলী চোরাচালান বিরােধী তৎপরতা বৃদ্ধি ও দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলাের প্রতি নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালে সচিবালয়ে তার অফিস কক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি। নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালােচনা করা হয়। অন্যান্যের মধ্যে এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ ও ডেপুটি চীফ অব স্টাফ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ রাইফেলস-এর প্রধান, জাতীয় রক্ষীবাহিনীর ডাইরেক্টর এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (স্প্যাশাল ব্রাঞ্চ) উপস্থিত ছিলেন।৭০
রেফারেন্স: ১৯ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত