You dont have javascript enabled! Please enable it! 1974.07.18 | সংসদে আরও একটি বিল পাস | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সংসদে আরও একটি বিল পাস

সংসদ ভবন: বৃহস্পতিবার জাতীয় সংসদে ১৯৭৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্ত আর্থিক বছরের কার্যনির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে আরাে কিছু অর্থ প্রদান নির্দিষ্টকরণের জন্য আনীত উক্ত এ্যাপরােপ্রিয়েশন বিলটি কণ্ঠ ভােটে পাস হয়েছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পীকার জনাব বায়তুল্লা। আজ ছিল বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের দিন। কিন্তু ড. মঈনুদ্দিন আহমেদ, জনাব মঈবুদ্দিন সিরাজী, জনাব মাে. আলী আশরাফ, ড. মীর আবুল খায়ের, ড. মাে. আলাউদ্দিন প্রস্তাব উত্থাপন করেননি। ফলে আজকের সংসদ অন্যান্য দিনের চাইতে অনেক আগে শেষ হয়ে যায়। এর পর পর ডেপুটি স্পীকার জনাব বয়তুল্লা সংসদের অধিবেশনকাল শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত মুলতবী ঘােষণা করেন।৬৭

রেফারেন্স: ১৮ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত