You dont have javascript enabled! Please enable it! 1971.04.09 | লা মণ্ড, প্যারিস, এপ্রিল ৯, ১৯৭১ পরিকল্পিত হত্যা - সংগ্রামের নোটবুক

লা মণ্ড, প্যারিস, এপ্রিল ৯, ১৯৭১
পরিকল্পিত হত্যা

পাকিস্তান পরিষ্কারভাবে একটি গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে যা দীর্ঘমেয়াদি হতে পারে। আপসের চেষ্টা না করে ইয়াহিয়া খান উল্টো জনগণের উপর নিপীড়ন চালাচ্ছেন যা বর্বরতার এক বিস্ময়কর রূপ ধারণ করেছে যা দেখলে যে কেউ বলবেন এটা পূর্বকল্পিত।

কিন্তু ইয়াহিয়া খানের পরিকল্পনা হতাশজনক। এটা ঠিক যে, সেনাবাহিনীর হস্তক্ষেপে কিছু স্থিরতা এসেছে কিন্তু তা কতদিন? অন্যান্য এলাকার মত ঢাকাতেও জোরালো আন্দোলন হবে। পারশপরিক বিবাদ আরও বাড়বে। সমস্যার সমাধান আরও দুরহ হয়ে উঠবে। অবস্থা দেখে আরও বেশি গুরুতর মনে হচ্ছে কারণ একজন বিশেষ ব্যক্তি যিনি এই আলোচনার অন্যতম অংশীদার তিনি নিখোঁজ আছেন। তিনি হলেন শেখ মুজিবুর রহমান।