You dont have javascript enabled! Please enable it! 1974.07.17 | উৎপাদন স্বল্পতা ও দুনীতিই অত্যাবশ্যকীয় দ্রব্যাদি দুষ্প্রাপ্যতার কারণ- খােন্দকার মােশতাক আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উৎপাদন স্বল্পতা ও দুনীতিই অত্যাবশ্যকীয় দ্রব্যাদি দুষ্প্রাপ্যতার কারণ

সংসদ ভবন: বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বুধবার জাতীয় সংসদে এক লিখিত জবাবে জানান যে, বিদেশ থেকে আমদানির অপ্রতুলতা, কাঁচামালের অনটন স্থানীয় উৎপাদনের স্বল্পতা, পরিবহনের অসুবিধা, ব্যবসায়িক দুর্নীতি এবং অধিক মুনাফা অর্জনের প্রলােভনের জন্য দেশের বর্তমানে অতি আবশ্যকীয় দ্রব্যাদি যেমন সাবান, সােডা, ব্লেড, কাগজ, কাপড় ও বিভিন্ন প্রকার মসলাদির দুষ্প্রাপ্যতার অন্যতম কারণ। সংসদ সদস্য জনাব ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি আরাে বলেন, এই দুষ্প্রাপ্যতা দূরীকরণের জন্য সরকার যথাসাধ্য আমদানি বৃদ্ধি, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং বণ্টন ব্যবস্থাকে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত করার জন্য যৌথ অভিযানসহ অন্যান্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
বাণিজ্যখাতে পুঁজি বিনিয়ােগ: তিনি সংসদ সদস্য জনাব আলী আশরাফের এক প্রশ্নের জবাবে জানান যে, শিল্পখাতের মতাে বাণিজ্যখাতে পুঁজি বিনিয়ােগের এবং অর্থ আয়ের কোনাে সীমারেখা নির্ধারণ করার পরিকল্পনা সরকারের আপাতত নেই।
পর্যটন শিল্প: অপর একজন সদস্যের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরাে জানান যে, ১৯৭২ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩৮ হাজার ৪ শত ৪৫ জন বিদেশি পর্যটক বিমান পথে এবং ১৯৭৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২২ হাজার ৭ শত ২১ জন বিদেশি পর্যটক স্থলপথে বাংলাদেশ সফরে আসেন। তিনি আরাে জানান যে, পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ১৯ কোটি ২০ লাখ টাকার ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এই সঙ্গে বাংলাদেশ পর্যটন শিল্প উন্নয়নের জন্য জাতিসংঘের সহযােগিতায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ হাতে নেয়া হবে বলে আশা করা যায়।৬৩

রেফারেন্স: ১৭ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত