সংসদে বিরােধী সদস্যদের ওয়াক আউট
সংসদ ভবন: জাতীয় সংসদে ভাসানী ন্যাপ দলীয় সদস্য ব্যারিস্টার কামরুল ইসলাম মাে. সালেহউদ্দিন একটি মুলতবী প্রস্তাব উত্থাপনে ব্যর্থ হলে বিরােধী দলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান। মওলানা ভাসানী ও তার দলীয় কর্মীরা শনিবার রাজধানীতে ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ ছাড়া দলীয় কর্মীদের গ্রেফতার করে বলে জনাব সালেহউদ্দিন অভিযােগ করেন। উক্ত অভিযােগের ভিত্তিতে তিনি সংসদে মুলতবী প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেন। কিন্তু সংসদের কার্যবিধি অনুযায়ী মুলতবী প্রস্তাব বৈধ নয় বিধায় মাননীয় স্পীকার প্রস্তাবটি নাকচ করে দেন। এতে সংসদ সদস্য জনাব আতাউর রহমান খান সহ অন্য বিরােধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।৯৪
রেফারেন্স: ২৯ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত