You dont have javascript enabled! Please enable it! 1974.06.28 | মুজিব-ভুট্টো আনুষ্ঠানিক বৈঠক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মুজিব-ভুট্টো আনুষ্ঠানিক বৈঠক

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে দুই দেশের দেনা-পাওনা বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের স্বদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আলােচনা শুরু হয়েছে। এ আলােচনা গণভবনে দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে। দু’দেশের। পারস্পরিক স্বীকৃতির পর দ্বিপাক্ষিক বিষয়সমূহ নিয়ে দু’দেশের নেতাদের মধ্যে এটাই প্রথম বৈঠক। এই বৈঠকে উভয় পক্ষের ১৮ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক আলােচনার পূর্বে দু প্রধানমন্ত্রী দীর্ঘ ৩০ মিনিট ধরে প্রাথমিক আলােচনা সমাপ্ত করে। আলােচনা শেষে অপেক্ষমাণ ন্টসাংবাদিকদের উদ্দেশ্য করে ড. কামাল হােসেন বলেন যে, দু’দেশের অমীমাংসিত সমস্যা সমাধান ও সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য অত্যন্ত খােলাখুলি ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলােচনা অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষমাণ একজন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন যে, দু’দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্যই আলােচনায় জোর প্রচেষ্টা চালানাে হয়েছে। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সমস্ত বিষয়সমূহ আলােচনার বিশেষ জোর দিয়েছেন যা সমাধান করে দু’দেশের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারে। তিনি বলেন দুই প্রধানমন্ত্রী পুনরায় আলােচনায় মিলিত হবেন। অপর পক্ষে দু’দেশের প্রতিনিধিরা পৃথক আলােচনা বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান প্রফেসার নুরুল ইসলাম এবং পাকিস্তানের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আজিজ আহমদ, জনাব ইউসুফ বুচ, মালিক গােলাম মােস্তাফা খার, সর্দার শওকত হায়াত, মওলানা গােলাম গাউস ও জনাব মােহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন।৮৯

রেফারেন্স: ২৮ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত