You dont have javascript enabled! Please enable it! 1974.06.16 | নাগরিক সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি গিরি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

নাগরিক সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি গিরি

ঢাকা: রবিবার অপরাহে বঙ্গভবনে প্রদত্ত নাগরিক সম্বর্ধনার জবাবে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি বলেন, ঐতিহ্যবাহী ঢাকা নগরী বিংশশতাব্দীর মানুষের বিবেককে দোলা দিচ্ছে। একদা শিল্পকলার। জন্য প্রসিদ্ধ ঢাকা নগরী আজ স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং এই শহর থেকে একটি জাতি জন্মলাভ করেছে। তিনি বলেন, এই শহর এবং এই শহরের বিশ্ববিদ্যালয় জাতির সাংস্কৃতিক, রাজনৈতিক, ঐতিহ্যকে সঞ্জীবিত রেখেছে। মরহুম ড. শহীদুল্লাহ এর মূর্ত প্রতীক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে সংশ্লিষ্ট বীর সূর্যসেন যে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন এই শহর তাঁকে জিইয়ে রেখেছে। তিনি বলেন, এই প্রাচীন ঐতিহ্যবাহী নগরীতে আমাকে সংবর্ধনা জ্ঞাপনের আয়ােজন করায় আমি আপনাদের নিকট কৃতজ্ঞ বােধ করছি। তিনি বলেন, এই শহরের বুদ্ধিজীবীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দই ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু করেছিলেন। এবং উক্ত আন্দোলন থেকে স্বাধীনতার জন্য জাতীয় আন্দোলন জন্মলাভ করেছে। এই শহরেই ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে আপনাদের প্রখ্যাত প্রধানমন্ত্রী মুক্তি সংগ্রামের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, বলেন ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ তিনি বলেন, আজ ঢাকা নগরীকে একটি নতুন ও জনবহুল রাষ্ট্রের রাজধানীতে পরিণত করা হয়েছে। আপনাদের পূর্তদফতর ও নগর উন্নয়ন দফতর এবং ঢাকা ইম্প্রভমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে এই শহরকে আপনাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের কেন্দ্র হিসেবে গড়ে তােলার জন্য যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলাে দূরদৃষ্টি ও মননশীলতার পরিচায়ক। ঢাকার ক্ষেত্রে একথা বলা যায় যে, আপনারা দেশের অবশিষ্টাংশের সাথে এই শহরের সংস্কৃতি ও রাজনৈতিক যােগসূত্র বাঁচিয়ে রেখেছেন। পরিশেষে তিনি বলেন আমি ও আমার পত্নীর ও সহকর্মীদের পক্ষ থেকে এই শহরের অধিবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।৫৩

রেফারেন্স: ১৬ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত