You dont have javascript enabled! Please enable it! 1974.06.14 | আগামী সালে বাংলাদেশকে আই-ডি-এ সর্বাত্মক সাহায্য দিবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আগামী সালে বাংলাদেশকে আই-ডি-এ সর্বাত্মক সাহায্য দিবে

ওয়াশিংটন: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট মি. ম্যাকনামারা বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদকে বলেন যে, ১৯৭৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশকে সর্বাধিক অর্থনৈতিক সাহায্য দেবে। মি. ম্যাকনামারা বলেন যে, অর্থনৈতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশকে ১৫ কোটি ডলার সাহায্য প্রদান করবে বলে আশা প্রকাশ করা যায়। তিনি আরও বলেন যে, অতিরিক্ত সাহায্য প্রদানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় একটি প্রস্তাব রয়েছে তা অতিশীঘ্রই আলােচনা করা হবে। জনাব তাজউদ্দীন আহমদ মি. ম্যকনামারার সাথে সাক্ষাৎকালে তিনি তাকে একথা বলেন। দেশ প্রতিনিধি ও বিশ্ব ব্যাংক জুনের আলােচনা ও স্বাক্ষরিত চুক্তির জন্য সন্তোষ প্রকাশ করেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ মি. ম্যাকনামারাকে উদ্দেশ্য করে বলেন যে, তেল ও অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধির ফলে উন্নয়ন দেশসমূহের নানাভাবে উন্নয়ন কাজই অসুবিধার সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, এ সমস্যা অত্যন্ত জটিল। ধনী দেশসমূহের এ সমস্যা উপেক্ষা করা উচিত নয়। তাদের উচিত এর একটি সমাধান খুঁজে বের করা এবং বিশ্ব ব্যাংকের উচিত এ ব্যাপারে সন্তোষজনক সমাধান খুঁজে বের করার ব্যাপারে উদ্যোগী হওয়া।৪৬

রেফারেন্স: ১৪ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত