You dont have javascript enabled! Please enable it! 1974.06.03 | জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের দিবসে দুটি বিল গৃহীত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের দিবসে দুটি বিল গৃহীত

সংসদ ভবন: গতকাল জাতীয় সংসদে ১৯৭৩ সালের ট্রেডমার্কস আদেশ ও ১৯৬১ সালের সড়ক পরিবহন কর্পোরেশন অর্ডিন্যান্সকে আরাে সংশােধনের জন্য আরাে দুটি বিল গৃহীত হয়। সংসদে গৃহীত দুটি বিলের মধ্যে রয়েছে ১৯৭৪ সালের ট্রেড মার্ক (সংশােধনী) আইন ও ১৯৭৪ সালের সড়ক পরিবহন কর্পোরেশন (সংশােধনী) আইন। বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ ১৯৭৩ সালের ট্রেড মার্ক আদেশের কতিপয় অসম্পূর্ণতা দূরীকরণ ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন পেশের সময় বৃদ্ধির জন্য ৪ ও ৬ নং ধারা সংশােধনের উদ্দেশ্যে এই বিলটি পেশ করেন। যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলী সড়ক পরিবহন কর্পোরেশনের ডিরেক্টর বাের্ডে বাংলাদেশের সকল বিভাগের প্রতিনিধি দলের নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে ১৯৬১ সালের সড়ক পরিবহন কর্পোরেশন অর্ডিন্যান্স সংশােধনের জন্য অপর বিলটি সংসদে পেশ করেন। অর্ডিন্যান্স সংশােধনের ফলে এখন থেকে চেয়ারম্যান সহ ৮জন ডিরেক্টরকে দিয়ে ডিরেক্টর বাের্ড গঠন করা হবে। এদের মধ্যে বাংলাদেশে প্রশাসনিক বিভাগ থেকে ৪ জনকে সরকার নিয়ােগ করবেন। ইতােপূর্বে সরকার চেয়ারম্যানসহ ৫জন ডিরেক্টর নিয়ে এই বাের্ড গঠিত হতাে। গতকাল সংসদে গৃহীত এই দুটি আইন অবিলম্বে কার্যকরী করা হবে।
৩টি বিল পেশ: সংসদে উক্ত দুটি বিল ছাড়া আরাে ৩টি বিল পেশ করা হবে। এই ৩টি বিল হচ্ছে ১৯৭৪ সালের শত্রু সম্পত্তি বিল, বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল সংশােধনী বিল ও আবাসিক সম্পত্তি (প্রশাসন) বিল। আইন ও পার্লামেন্ট দফতরের মন্ত্রী মি. মনােরঞ্জন ধর এই। তিনটি বিল সংসদে পেশ করেন।১০

রেফারেন্স: ৩ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত