You dont have javascript enabled! Please enable it! 1974.06.02 | বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়নের সদস্য হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়নের সদস্য হবে

ঢাকা: ডাক ও তার ও টেলিফোন দফতরের মন্ত্রী শেখ আবদুল আজিজ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হতে যাচ্ছে। জেনেভা থেকে প্রত্যাবর্তনের পর মন্ত্রী আজ বিকালে ঢাকা বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। তিন সপ্তাহব্যাপী তার এ সফরকালে মন্ত্রী ইংল্যান্ড ও সুইজারল্যান্ড সফর করেন এবং তিনি কমনওয়েলথ ডাক ইউনিয়নের কংগ্রেস অধিবেশন ও বিশ্ব ডাক ইউনিয়নের সভায় যােগদান করেন। শেখ আজিজ আশা প্রকাশ করে বলেন, ৩০টি পদ বিশিষ্ট ডাক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচনে সােভিয়েত ইউনিয়ন, ভারত, আরব এবং অন্যান্য বন্ধু দেশ বাংলাদেশের সমর্থন জানাবে। মন্ত্রী পরে জেনেভায় আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়নের জন্য একটি সভায় যােগদান করেন। তিনি আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মি. এম, মিলির সাথেও সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের টেলিযােগাযােগের ক্ষেত্রে উন্নয়ন ও পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কার্যকরী পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের টেলিযােগাযােগের একটি বাস্তব উন্নয়ন কর্মসূচি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধির কাছে প্রদান করার জন্য মি. মিলি মন্ত্রীকে উপদেশ দেন। তিনি এক্ষেত্রে বাংলাদেশকে সম্ভাব্য সকল সহযােগিতা ও জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা সাহায্যের অগ্রাধিকার দানের নিশ্চয়তা দেন।৬

রেফারেন্স: ২ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত