অশ্রুসজল চোখে বঙ্গবন্ধু স্টীমারে উঠলেন
টুঙ্গিপাড়া, ফরিদপুর: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ সকাল সাড়ে ১০টায় বি, আই, ডব্লিউ, টি, সি’র ‘গাজী’ স্টীমারযােগে এখান থেকে ঢাকা অভিমুখে যাত্রা করেন। বেগম মুজিব, বন্যা নিয়ন্ত্রণ পানিসম্পদ ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ ও যুব লীগ প্রধান শেখ ফজলুল হক মণির পরিবারের অন্য সদস্যগণ একই স্টীমারে বঙ্গবন্ধুর সাথে ঢাকায় রওয়ানা হন।
হৃদয়স্পর্শী বিদায়: স্টীমার ঘাটে হাজার হাজার গ্রামবাসী বঙ্গবন্ধুকে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের এই অভিব্যক্তির উত্তর দেন। এই সময় জনগণ জয় বাংলা বঙ্গবন্ধু জিন্দাবাদ প্রভৃতি স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তােলে। ইতােপূর্বে প্রধানমন্ত্রী তার জননীর মাজারে ফাতেহা পাঠ করেন। এই সময় বঙ্গবন্ধুর ৯৬ বছর। বয়স্ক বৃদ্ধ পিতা শেখ লুৎফর রহমান স্নেহের ছেলের চিবুক নেড়ে তার শুভ কামনা করেন। এই সময় বঙ্গবন্ধু শিশুর ন্যায় ক্রন্দন করতে থাকেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, বঙ্গবন্ধু গত শনিবার জননীর নামাজে জানাজায়, দাফনে শরিক হবার জন্য গাজী স্টীমার যােগে টুঙ্গিবাড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।১২
রেফারেন্স: ৩ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত