এক নজরে নতুন বাজেট:
রাজস্ব বাজেট/ আয় | ১৯৭৩-৭৪ অর্থবছরের সংশােধিত বাজেট | ১৯৭৪-৭৫ বাজেট (কোটি টাকার হিসেবে) |
আমদানি রপ্তানি শুল্ক | ১২৩.২৩ | ১৪৬.৫০ |
উৎপাদন শুল্ক | ৭৮.২৪ | ১৪৯.২২ |
আয়কর কর্পোরেশন ও কৃষি আয়কর | ১৭.৫৫ | ২৪.৩৫ |
বিক্রয় কর | ৪৫.০০ | ৪৬.০০ |
ভূমি রাজস্ব | ৪.০০ | ৫.৫০ |
রেলপথ | ৩০.৪২ | ৩৫.৬০ |
অন্যান্য | ৬৮.৯৫ | ১৫২.২০ |
মােট | ৩৭৭.৬৬ | ৫৫৯.৩৭ |
জস্ব বাজেট/ ব্যয় | ১৯৭৩-৭৪ সালের সংশােধিত বাজেট | ১৯৭৪-৭৫ (কোটি বাজেট টাকার হিসেবে) |
সুশীল প্রশাসন | ১১৮.৮৭ | ১১৪.২৮ |
প্রতিরক্ষা | ৬০.০০ | ৭১.০০ |
শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত ও সুদ | ১০২.৭১ | ১৩৭.৭০ |
রেলপথ | ৩৩.৬৩ | ৩৬.১৩ |
অপ্রত্যাশিত ও উন্নয়ন বহির্ভূত | ৩৪.০৯ | ৯৪.৪৪ |
মােট | ৩৭৭.৩৬ | ৫৫৯.৩৭ |
উন্নয়ন বাজেট/ আয় | ১৯৭৩-৭৪ সালের সংশােধিত বাজেট | ১৯৭৪-৭৫ বাজেট (কোটি বাজেট টাকার হিসেবে) |
রাজস্ব উদ্বৃত্ত ও নীট মূলধন | ১৮.৯৯ | ১০.০০ |
নতুন কর | — | ৮৯.১৪ |
বৈদেশিক ঋণ ও মঞ্জরি | ২৯৮.০০ | ৩৯৪.০০ |
ঘাটতি অর্থ সংস্থান | ৮৩.০১ | ৩১.৮৬ |
সম্পাদন কল্পনা | ৬৩.৮২ | — |
মােট | ৪৬৩.৮২ | ৫২৫.০০ |
উন্নয়ন বাজেট/ব্যয় | ১৯৭৩-৭৪ অর্থবছরের সংশােধিত বাজেট | ১৯৭৪-৭৫ বাজেট (কোটি টাকার হিসেবে) |
কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য | ১৬৬.৪৯ | ১৮৮.০০ |
পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ | ৬৯.৬৬ | ৮০.০০ |
গৃহ সংস্থান | ২৩.৩৫ | ৩৪.০০ |
পরিবহন ও যােগাযােগ | ১০৯.৬৮ | ৯৭.০০ |
অন্যান্য | ৯৪.৬৫ | ১২৬.০০ |
মােট | ৪৬৩.৮২ | ৫২৫.০০ |
৫২৫ কোটি টাকার উন্নয়ন বাজেট
১৯৭৪-৭৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে উন্নয়ন পরিকল্পনার জন্য ৫২৫ কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে যােগাযােগ ও পরিবহন এবং কৃষি ও গ্রামীণ প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য সর্বাধিক ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই ৫২৫ কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৩৯৪ কোটি টাকার বৈদেশিক সাহায্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বৈদেশিক সাহায্য এবং উন্নয়ন বহির্ভূত খাতের নীট উদ্বৃত্ত থেকে পরিকল্পনায় ৪০৪ কোটি টাকার সংস্থান হবে। এছাড়া অতিরিক্ত কর ও ফি আরােপ করে ৮৯ কোটি ২৪ লক্ষ টাকা সংগ্রহ করা। হবে। বাকী ৩১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যাংকসমূহ থেকে ঋণ হিসেবে গ্রহণ করা হবে। ১৯৭৪-৭৫ বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ প্রতিষ্ঠান সম্প্রসারণে ৯১ কোটি ৫০ লক্ষ পানি সম্পদ উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ ৮০ কোটি টাকা, শিল্প খাতে ৭১ কোটি টাকা, বিদ্যুৎ ও প্রাকৃতিক খাতে ৭১ কোটি ৫০ লাখ, পরিবহন ও যােগাযােগ ৯৭ কোটি টাকা, সাধারণ গৃহ সংস্থানে ৩৪ কোটি টাকা, শিক্ষা ও প্রশিক্ষণে ৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ২১ কোটি টাকা, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ততা পুনঃনির্মাণ ১৪ কোটি টাকা, জনসংখ্যা পরিকল্পনায় ৮ কোটি ৫০ লাখ টাকা, সমাজকল্যাণ খাতে ২ কোটি ও জনশক্তি ও কর্মসংস্থান খাতে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
পানিসম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ: উন্নয়ন বাজেট পানিসম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ খাতে ৮০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি বিশেষতঃ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন অভিযানে সম্পূরক হিসেবে পানিসম্পদ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ উন্নয়নের জন্য উপকূলীয় বাঁধ নির্মাণ, চাঁদপুরে সেচ প্রকল্প, শহর রক্ষা প্রকল্পসমূহকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
যােগাযােগ ও পরিবহন ও উন্নয়ন বাজেটে ৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৮০ কোটি টাকা পরিবহন, ১৭ কোটি যােগাযােগ সম্প্রসারণ ব্যয় করা হবে। রেলপথ উন্নয়নে ১৮ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ১৫ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয় করা হবে নির্মাণাধীণ প্রকল্পসমূহে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ আগামী অর্থবছরে বহুলাংশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।৬৫
রেফারেন্স: ১৯ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত