You dont have javascript enabled! Please enable it! 1974.06.09 | বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত

ঢাকা: বাংলাদেশ ও বাহরাইন উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের বাহরাইন সফরশেষে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে একথা বলা হয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধিকল্পে বাংলাদেশ ও বাহরাইন প্রতিনিধিদল বিনিময় করবে। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন কাতারের উদ্দেশ্যে বাহরাইন ত্যাগ করেন। তিনি ঢাকা প্রত্যাবর্তনের পূর্বে আবুধাবি সফর করারও সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর কাতার উপস্থিতি: রয়টার জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনকে কাতারের আমীর শেখ খলিফা বিন হামদ আলথানি আজ এখানে অভ্যর্থনা জানান। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ সুহেইম বিন হামাদ আল থানিও অভ্যর্থনা জানান। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী বিশদ আলােচনা করেন বলে কর্মকর্তারা জানান। ড. কামাল হােসেন বাহরাইন থেকে এখানে আসেন এবং সংযুক্ত আরব আমিরাত সফর করে তিনি উপসাগরীয় দেশসমূহ সফর শেষ করবেন।২৭

রেফারেন্স: ৯ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত