You dont have javascript enabled! Please enable it! 1974.06.01 | মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি টাকা সাহায্য দেবে | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি টাকা সাহায্য দেবে

ঢাকা: আজ সচিবালয়ে এক সংক্ষিপ্ত ঘরােয়া অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সেক্রেটারি জনাব এম, সাঈদুজ্জামান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. ডেভিস ইউজিন বুস্টার তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে একটি জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা প্রকল্প চুক্তি স্বাক্ষর করেন। এই প্রকল্প চুক্তি অনুযায়ী জন্মনিরােধক ও সংশ্লিষ্ট ঔষধপত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ৬৮ লাখ ৮৮ হাজার ডলার (৫ কোটি ২৩ লক্ষ টাকা) দেবে।
জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা চুক্তির লক্ষ্য হচ্ছে সুসংহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সাহায্য দান করা। বাংলাদেশ সরকারের এই কর্মসূচিতে পরিবার পরিকল্পনা ও রােগ প্রতিরােধক ব্যবস্থাদি দিয়ে জনগণকে সরাসরি সাহায্য করে থাকেন। মােটামুটি ১২ হাজার কর্মী। নিয়ে ১৯৭৪ সালের জানুয়ারি মাসে এই কর্মসূচির প্রবর্তন করা হয় এবং সরকার আরাে ৮ হাজার কর্মী নিয়ােগের পরিকল্পনা করেছেন। এই পরিবার পরিকল্পনাধীনে একজন পুরুষ ও একজন মহিলা কর্মীর দল প্রায় ৮ হাজার লােকের মধ্যে কাজ করবেন। জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা প্রকল্প চুক্তিটি আজকের বিশেষ একটি মারাত্মক সমস্যার সমাধানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযােগিতার আর এক ধাপ অগ্রগতির সূচনা করেছে। যে কোনাে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনগণ। তবে নিছক সংখ্যা দিয়েই এই সম্পদ পরিমাপ করা যায় না। কেননা জনগণের জীবনযাত্রার মান দেশের ভূমির জনগণকে ধারণ করার ক্ষমতা এবং দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের ক্ষমতার দ্বারাই এই সম্পদের যােগ্যতা নির্ণিত হয়।
বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ৭ কোটি ৬০ লক্ষ বলে অনুমান করা হয় এবং এই সংখ্যা প্রতি বছর শতকরা ৩ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। এই হারে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে ১৯৯৬ সালে জনসংখ্যা দ্বিগুণ হবে। সুসংহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য বাঙালি পরিবারের আকৃতি সীমিত করবে এবং তখন বাংলাদেশের জনগণ বাস্তবিকই দেশের জন্যে সম্পদে পরিণত হবে। আজকে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তি অনুযায়ী এ প্রকল্প অনুসন্ধান বাবদ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক প্রকল্পে অন্তর্ভুক্ত কৃষি, পল্লী উন্নয়ন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্ভাব্যতা পরীক্ষার জন্য এই অর্থ ব্যয় করা হবে।১

রেফারেন্স: ১ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত