You dont have javascript enabled! Please enable it! 1974.05.30 | ভাসানীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভাসানীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ

ঢাকা: ভাসানী পন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি চট্টগ্রাম জেলা শাখা ৮৫ জন সদস্য সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে দলীয় প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রদ্ধেয় নেতা মওলানা ভাসানী দেশ ও জনগণকে সামন্তবাদী সাম্রাজ্যবাদী, সামাজিক সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী এবং কালাে পুঁজির শােষণ থেকে রক্ষাকল্পে এবং সংশােধনবাদী এবং নতুন সংশােধনবাদী চক্রের কবল থেকে ঐতিহ্যবাদী পার্টিকে উদ্ধার করে একটি জাতীয় গণতান্ত্রিক পার্টি হিসেবে গড়ে তােলার উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় এডহক কমিটি গঠন সম্পূর্ণ বৈধ, নিয়মতান্ত্রিক এবং সঠিক।’ বিবৃতিতে নেতৃবৃন্দ এ সমস্ত অকথিত বিপ্লবী নামধারীদের দল থেকে বের করে দেয়ার জন্য ও মওলানা ভাসানীর নিকট আবেদন করেন। বিবৃতিতে স্বাক্ষরদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন চট্টগ্রাম ভাসানী-ন্যাপের সভাপতি ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কী, নগর ন্যাপ সভাপতি অ্যাডভােকেট সামসুল হুদা, নগর ভাসানী-ন্যাপ সম্পাদক কাজী শহীদউদ্দিন আহমদ প্রমুখ।
১০২ জন কাউন্সিলরের বিবৃতি: ভাসানী-ন্যাপের দফতর সম্পাদক জনাব আজাদ সুলতান স্বাক্ষরিত গত মঙ্গলবার অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মােট ১০২ জন কাউন্সিলর মওলানা ভাসানীর নেতৃত্বে আস্থা জ্ঞাপন করেছেন বলে জানানাে হয়। নেতৃবৃন্দ বলেন, ন্যাপের ছত্রচ্ছায়ায় যে সকল ব্যক্তি ভুয়া কাউন্সিলরদের মাধ্যমে ভুয়া তলবী সভা ডেকে বিভেদ ও বিভ্রান্তিমূলক বিবৃতি প্রচার করেছে তাদের বহিষ্কার করে পার্টিকে জঙ্গলমুক্ত করার জন্য মওলানা ভাসানীর প্রতি অনুরােধ করেন। বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছে খুলনা জেলা ভাসানী-ন্যাপের সভাপতি শেখ আমজাদ আলী, সাধারণ সম্পাদক জনাব আশরাফ আলী খান, সহ-সভাপতি গাজী শহিদুল্লাহ প্রমুখ।১০৭

রেফারেন্স: ৩০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত