You dont have javascript enabled! Please enable it! 1974.05.28 | সাংবদিক সম্মেলনে সেনেগাল | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সাংবদিক সম্মেলনে সেনেগাল

ঢাকা: জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সদস্যপদ লাভের প্রশ্নটি নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে প্রজাতন্ত্রী সেনেগাল সহ অন্যান্য আফ্রিকান রাষ্ট্র সদস্যপদ লাভের পক্ষে একটি যৌথ প্রস্তাব পেশ করবে। সফররত সেনেগালের প্রেসিডেন্ট মি. লিওপােল্ড সেনঘর গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভাষণদান কালে উপরােক্ত তথ্য প্রকাশ করেন। প্রেসিডেন্ট সেনঘর বলেন, এই ব্যাপারে তিনি জাতিসংঘে নিযুক্ত সেনেগালের প্রতিনিধিকে ইতােমধ্যেই প্রয়ােজনীয় নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন তার দেশ বাংলাদেশের জনগণের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে অত্যন্ত আগ্রহশীল এবং এর জন্যেই বাঙালি জাতির অন্ধকারাচ্ছন্ন সময়ে সমর্থন দিয়েছে এবং স্বাধীনতা লাভের পর পরই সেনেগাল প্রথম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে। তিনি বলেন, সেনেগালের সাথে বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট লিওপােন্ড সেনঘর বাংলাদেশে তার সফরের উপর মন্তব্যকালে বলেন, তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, এই সফরের ফলে বাংলাদেশের সাথে সেনেগালের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রেসিডেন্ট সেনঘর বলেন, তার দেশ বাংলাদেশ থেকে পাট পাটজাত দ্রব্য আমদানি করবে এবং বাংলাদেশ ফসফেট এবং সিমেন্ট রপ্তানি করবে।৯৯

রেফারেন্স: ২৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত