চীনের নীতি পাল্টাচ্ছে
ঢাকা: প্রেসিডেন্ট সেনঘর আশা প্রকাশ করেন যে, চীনের সাথে শীঘ্রই স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হবে। কিন্তু গুরুত্ব আরােপ করে বলেন যে, এশিয়ার শান্তির জন্য উপমহাদেশের দেশগুলাের সাথে চীনের স্বাভাবিক সম্পর্ক অত্যাবশ্যক। মি. সেনঘর বলেন, তার সাম্প্রতিক চীন সফরের সময় এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলাের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তােলার প্রশ্নে চীনা নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। উপমহাদেশের প্রতি চীনের কি মনােভাব রয়েছে, সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোন মধ্যস্থতাকারী নই। তবে তিনি উল্লেখ করেন। যে, উপমহাদেশের ঘটনাবলী পর্যবক্ষণ করে চীনা নেতারা অনুপ্রাণিত হয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে, এ ব্যাপারে শীঘ্রই সমঝােতায় পৌছানাে যাবে।১০০
রেফারেন্স: ২৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত