You dont have javascript enabled! Please enable it! 1974.05.28 | বুদ্ধিজীবীদের সমাবেশে প্রেসিডেন্ট সেনঘর | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বুদ্ধিজীবীদের সমাবেশে প্রেসিডেন্ট সেনঘর

ঢাকা: সফররত সেনেগালের প্রেসিডেন্ট মি. লিওপােল্ড সেনঘর গত সােমবার বঙ্গভবনে বুদ্ধিজীবী সমাবেশে আলাপ প্রসঙ্গে বলেছেন যে, আজকের আধুনিক বিশ্ব অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভুত্বই হচ্ছে মুখ্য সমস্যা। বুদ্ধিজীবী সমাবেশে এনা বার্তা সংস্থার প্রধান প্রেসিডেন্ট সেনঘরকে প্রশ্ন করেন যে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী হিসেবে বর্তমান আধুনিক বিশ্বের কোন সমস্যাকে তিনি মুখ্য বলে বিবেচনা করেন? এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট সেনঘর মন্তব্য করেন এবং জানান যে, উন্নত দেশগুলাে এই প্রভুত্বে পরিবর্তন ঘটানাের জন্য খুব একটা সচেতন নয়। প্রেসিডেন্ট সেনঘর বলেন, উন্নত দেশগুলাের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে বিরাট ফাঁক রয়েছে তাই আজকের বিশ্বের বহু সমস্যা সৃষ্টি করেছে। নিজ দেশের মুক্তি সংগ্রামের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সেনঘর বলেন তারা ফরাসিদের অর্থনৈতিক শােষণই শুধু নয়, ফরাসিদের সাংস্কৃতিক প্রভুত্বের বিরুদ্ধে সংগ্রাম করেছে।১০২

রেফারেন্স: ২৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত