বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবতার প্রতীক
ঢাকা: সেনেগালের প্রেসিডেন্ট লিওপােল্ড সেদার সেনঘর রাতে বলেন যে, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, এটা একটি বাস্তবতার প্রতীক। প্রেসিডেন্ট ড. সেনঘর রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা কর্তৃক আয়ােজিত এক ভােজসভায় ভাষণদানকালে এই মর্মে আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ তার উন্নয়ন পথে সকল বাধা অতিক্রম করতে সক্ষম হবে। তিনি প্রসঙ্গত আরও বলেন যে, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গৃহীত পরিকল্পনায় মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে অবিলম্বে পুনর্গঠন ও কৃষি উৎপাদনে অসুবিধা দূরীকরণের প্রয়ােজনীয়তা সাপেক্ষে শুধু পাট উৎপাদনের দিকে গুরুত্ব না দিয়ে অন্যান্য ক্ষেত্রে প্রাধান্য দান করেছে। ড. সেনঘর জোটনিরপেক্ষতার স্বার্থে বাংলাদেশ ও তার নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আরও বলেন যে, তৃতীয় বিশ্ব বিশেষ করে উন্নয়নগামী দেশগুলাের অবনতিশীল পরিস্থিতজনিত বিরাট চ্যালেঞ্জ মােকাবেলায় জোটনিরপেক্ষ দেশগুলাের প্রচেষ্টা বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেন যে, এই নীতি বিশ্বের বিভিন্ন দেশে সমঝােতার সৃষ্টি করেছে। তার প্রমাণ বহু সংখ্যক দেশ কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দান। পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক ইসলামী শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব জেড এ ভুট্টোর মধ্যে যে আপস হয় তাও বাংলাদেশের পররাষ্ট্রনীতিরই ফল বলে ঘােষণা করেন।৯৭
রেফারেন্স: ২৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত