বঙ্গবন্ধু-সেনঘর আজ আনুষ্ঠানিক আলােচনা
ঢাকা: সফররত সেনেগালের প্রেসিডেন্ট লিওপােল্ড সেনঘর ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে আজ সােমবার গণভবনে যে আনুষ্ঠানিক আলােচনা শুরু হচ্ছে তাতে উভয় দেশের মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযােগিতা চুক্তির বিষয়টি উত্থাপিত হয়। কূটনৈতিক মহল সূত্রে জানা গেছে যে উভয় নেতা বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযােগিতার বিষয় নিয়ে আলাপ আলােচনা করবেন। অর্থনৈতিক সহযােগিতার যৌথ উদ্যোগের প্রশ্নটি আলােচিত হতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, যৌথ শিল্পোদ্যোগ হিসেবে একটি চটকল স্থাপনের প্রস্তাবটি সরকার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখছেন। সেনেগার বাংলাদেশ থেকে পাট পাটজান্দ্রব্য ও অন্যান্য পণ্য আমদানি এবং বাংলাদেশের সার কারখানার জন্য ফসফেট রপ্তানি করতে আগ্রহী বলে জানা গেছে। আদর্শগত এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে মিল রয়েছে বলে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযােগিতা গড়ে উঠতে পারে। বাংলাদেশের ন্যায় সেনেগালেরও রাষ্ট্রীয় মূলনীতি হল গণতন্ত্র জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। সেনেগাল জোটনিরপেক্ষ গােষ্ঠীর সদস্য হিসেবে সকল আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন জানিয়ে এসেছে। আলজিয়ার্সে জোটনিরপেক্ষ গােষ্ঠী সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট সেনঘরের প্রথম যােগাযােগ ঘটে।৯৩
রেফারেন্স: ২৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত