You dont have javascript enabled! Please enable it! 1974.05.25 | বাংলাদেশ বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান, ন্যাশনাল আওয়ামী পার্টির (মােজাফফর) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফরহাদ এক যুক্ত বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার এবং জনগণ এ উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নীতি প্রতিনিয়ত অনুসরণ করে যাচ্ছে। আজ থেকে প্যারিসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল কমিটির বিশেষ অধিবেশন উপলক্ষে তিন নেতা শনিবার বিবৃতি দেন। অধিবেশন ২৯ মে পর্যন্ত চলবে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ অধিবেশন এমনই এক সময় হতে যাচ্ছে, যখন আন্তর্জাতিক সংঘাত ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং বিশ্ব শান্তির দ্বার খুলে যাচ্ছে। নেতৃদ্বয় বলেন, বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে এদেশের জনগণের প্রতি একাত্মতা ঘােষণা এবং জাতীয় পুনর্গঠনে তাদের সহায়তা আমাদের উৎসাহিত করেছে।৮৮

রেফারেন্স: ২৫ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত