মার্কিন সাহায্য সংস্থা ঢাকা ভার্সিটিতে নয় সহস্রাধিক পুস্তক দান করেছেন
ঢাকা: বাংলাদেশের মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউ এস এ আই ডি) কো-অর্ডিনেটর মি. এ এম সভার্টভাল্ডার আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ক ৯ হাজার ৭শ এর অধিক পাঠ্য পুস্তক উপাচার্য ড. আ. ম. চৌধুরীকে তার অফিসে প্রদান করেন। বিভিন্ন অনুদের ডীন ইনস্টিটিউটের পরিচালক, হলের প্রভােক্টরাও এবং ফ্রাঙ্কলিন বুকস প্রােগ্রামের সহ-সভাপতি মি. এ্যান্ডার্স রিস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযােগ অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। পুস্তক প্রদানকালে মি. সভার্টসভাণ্ডার স্বাধীনতা সংগ্রামে শিক্ষা ক্ষেত্রে বিপুল ক্ষতির কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, দেশের বহুমুখী সমস্যা সমাধান যে শিক্ষার্থীদের উপর নির্ভর করবে এগুলাে তাদের কাজে লাগবে। উপাচার্য সংশ্লিষ্ট সংস্থাগুলাের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য পুস্তক ছাড়াও জার্নালের প্রয়ােজন। এই প্রসঙ্গে তিনি বলেন যে, বাংলা শিক্ষার মাধ্যম হওয়াতে প্রয়ােজনীয় বইপত্র প্রকাশনার জন্য বিভিন্ন সংস্থা যেমন বাংলা একাডেমী, ফ্রাঙ্কলিন বুকস প্রভৃতির কার্যক্রমে জাতীয় পর্যায় সমন্বয় থাকা প্রয়ােজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য এই পাঠ্য পুস্তক ও ১৪৬ টি জার্নালের চাঁদা আমেরিকার রাজনৈতিক উন্নয়ন সংস্থা বহন করে এবং ফ্রাঙ্কলিন বুকস প্রােগ্রাম সেগুলােকে সংগ্রহ ও বিতরণ করেছে।৮২
রেফারেন্স: ২৩ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত