সর্বদলীয় ঐক্যফ্রন্ট কর্তৃক বাংলাদেশ-ভারত যুক্ত ঘােষণার সমালােচনা
ঢাকা: সর্বদলীয় ঐক্যফ্রন্টের পক্ষ হতে সােমবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যুক্ত ঘােষণার তীব্র সমালােচনা করা হয়েছে। বিবৃতিতে যুক্ত ঘােষণার প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে, উক্ত ঘােষণা বাংলাদেশের সাড়ে ৭ সাত কোটি লােকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। বিবৃতিতে বাংলাদেশভারত যুক্ত ঘােষণার অনুযায়ী ভারতের কাছে বেরুবাড়ি হস্তান্তরের তীব্র সমালােচনা করে বলা হয়, এটা সম্পূর্ণ আইনবিরােধী, বাতিলযােগ্য এবং সংবিধানের পরিপন্থী।’ বিবৃতিতে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী প্রশাসনিক নির্দেশের মাধ্যমে অন্য কোন দেশকে বাংলাদেশের এক ইঞ্চি জমিও দিতে পারেন না। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ উক্ত যুক্ত ঘােষণা কোন অবস্থাতেই মেনে নেবে না। বিবৃতিতে ফারাক্কা বাঁধ চালু করার পূর্বে আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টনের নির্দিষ্ট ও বাস্তব কর্মসূচি গ্রহণ করার দাবী জানানাে হয়। বিবৃতিতে যুক্ত ঘােষণা অনুযায়ী দু’দেশের মধ্যে যৌথ পাট কমিশন, যৌথ শিল্প স্থাপন এবং ৩৮ কোটি টাকার ভারতীয় ঋণের সমালােচনা করা হয়।৬৯
রেফারেন্স: ২০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত