You dont have javascript enabled! Please enable it! 1974.05.18 | বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ সীমানা নির্ধারণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সীমান্ত অঞ্চলে শান্তি বয়ে আনবে

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ সীমানা নির্ধারণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর ও দুই দেশের মধ্যে যুক্ত ঘােষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শ্রীমতি ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দূরদর্শিতার ফলশ্রুতি। এর ফলে দু’দেশের জনগণই শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাবেন। বাণিজ্যমন্ত্রী এই অভিমত প্রকাশ করেন। জাতীয় সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে সম্পাদকদের সাথে আলাপ আলােচনাকালে সম্প্রতি অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ফলাফল সম্পর্কে বাণিজ্যমন্ত্রী উপরােক্ত মন্তব্য করেন। গত শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সীমান্ত নির্ধারণ চুক্তি সম্পর্কে খােন্দকার মােশতাক বলেন যে, এর ফলে দুই প্রতিবেশী রাষ্ট্রসমূহের সীমান্ত অঞ্চলে শান্তি ফিরে আসবে। যৌথ পাট কমিশন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে পাটের উচ্চমূল্য লাভ করবে। সীমান্ত চোরাচালান সম্পর্কে মন্ত্রী পর্যায়ের কমিশন গঠনের ফলে চোরাচালান বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।৬৬

রেফারেন্স: ১৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত