You dont have javascript enabled! Please enable it! 1974.05.15 | খাদ্যে স্বনির্ভর হতে হলে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে- কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

খাদ্যে স্বনির্ভর হতে হলে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

জয়দেবপুর, ঢাকা: কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ ধান ও অন্যান্য কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিবিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান কার্যক্ষেত্রে প্রয়ােগ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিস্তৃত অঞ্চলে উচ্চফলনশীল ফসলের চাষ ও চাষের বৈজ্ঞানিক প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমাদের অবশ্যই এই বৈজ্ঞানিক গবেষণার ফল কাজে লাগাতে হবে। বাংলাদেশের মতাে বৃষ্টিনির্ভর এলাকায় ব্যাপক খাদ্য উৎপাদন কর্মসূচি প্রসঙ্গে জয়দেবপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে দুইদিনব্যাপী একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। কৃষি মন্ত্রণালয় এই সেমিনারের আয়ােজন করেছে। পরিকল্পনা কমিশনের সদস্য জনাব এ কে এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. এম এস ইসলামও ভাষণ দেন। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশে সম্ভবপর স্বল্প সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য বাস্তবায়ন ফিলিপাইনের ম্যাসাগানা নাইনটি নাইন কর্মসূচির উপর রিপাের্ট এবং বাংলাদেশের বৃষ্টিনির্ভর এলাকায় উচ্চ ফলনশীল ভূমির উপযােগিতা শীর্ষক তিনটি প্রবন্ধ পাঠ করেন। যথাক্রমে ‘বাউ’-এর ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চাষী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মঞ্জুর মর্শেদ এবং ঢাকাস্থ ‘ফাও’ এর মাটি গবেষক মি. এইচ ব্রামার।৫৩

রেফারেন্স: ১৫ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত