You dont have javascript enabled! Please enable it! 1974.05.13 | উপমহাদেশ সম্পর্কে চীনা নীতিতে নয়া মােড় | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উপমহাদেশ সম্পর্কে চীনা নীতিতে নয়া মােড়

নয়াদিল্লি: পাকিস্তানি প্রধানমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টোর বর্তমান পিকিং সফরের ফলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিবে এবং আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় সাধারণ পরিষদে বাংলাদেশ সদস্যপদ লাভ করবে বলে করাচী সরকার ও মালিকানাধীন মর্নিং নিউজে প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধে আশা প্রকাশ করা হয়। সম্পাদক জনাব সুলতান আহমদ প্রসঙ্গত আরও আশা প্রকাশ করেন যে, চীনবাংলাদেশ সম্পর্ক নয়াদিল্লি ও ঢাকা মধ্যকার সম্পর্কের ধরন পরিবর্তিত হবে এবং দিল্লির উপর ঢাকার নির্ভরশীলতা হ্রাস পাবে। তিনি বলেন, যদিও চীন ব্যাপক সাহায্যদানকারী দেশ নয়, তবুও বাংলাদেশকে স্বীকৃতিদান এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদার হয়ে ওঠবে। যেমন ঘটে ছিল ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে। জনাব আহমদ বলেন যে, স্বীকৃতি চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রেও এক নয়া অধ্যায় সূচনা করবে, কারণ মস্কোর উপর দিল্লির নির্ভরশীলতাহাসের জন্য চীন-ভারত সম্পর্ক উন্নয়ন সাধনের প্রয়ােজন রয়েছে। পিকিং অর্থনৈতিক বিশৃঙ্খলার ফলে ভারতের অসন্তোষের প্রতি বিশেষ নজর রাখছে। চীন যদি এখন ভারতের বােঝা লাঘবের জন্য তার ভূমিকা পালন করতে চায় তাহলে তার মধ্যে মােটেও বিস্ময়ের ব্যাপার হবে বলে তিনি মতাে প্রকাশ করেন। জনাব আহমদ বলেন, জনাব ভুট্টোর পিকিং শহরের অন্যতম লক্ষ্য হচ্ছে সামরিক ব্যাপারে আলােচনা করা।৪৪

রেফারেন্স: ১৩ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত