ভারত ৩১ কোটি টাকা ঋণ দিচ্ছে, আজ দিল্লিতে চুক্তি স্বাক্ষর হতে পারে
নয়াদিল্লি: ভারত এবং বাংলাদেশের মধ্যে আজ ৩১ কোটি টাকার দুটি ঋণচুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইন্দিরা-মুজিব শীর্ষ আলােচনা প্রস্তুতিকল্পে ভারত এবং বাংলাদেশে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারত সরকার প্রথম চুক্তি অনুযায়ী বাংলাদেশের জনতা ব্যাংক, শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ ব্যাংককে ২৫ কোটি টাকা ঋণ দানে সম্মত হয়েছে। এই ঋণের টাকা ১৫ বছর মেয়াদে পরিশােধ করতে হবে এবং বছরে ৫ ভাগ সুদ দিতে হবে। প্রথম চুক্তি অনুযায়ী জনতা ব্যাংক ২২ কোটি টাকা গ্রহণ করবে। এই টাকা বাংলাদেশ রেলওয়ে, চা বাের্ড এবং কৃষি ব্যাংককে ঋণ হিসেবে সরবরাহ করবে। শিল্প ব্যাংক ২ কোটি এবং শিল্প ঋণ ব্যাংক ১ কোটি টাকা পাবে। এই টাকা দেশের ক্ষুদ্র এবং মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলােকে ঋণ হিসেবে সরবরাহ করা হবে। দ্বিতীয় চুক্তিতে ৬ কোটি টাকা রয়েছে। এই টাকা বাংলাদেশ বস্ত্রশিল্প কর্পোরেশনকে টেক্সটাইল মেশিনারী অথবা বাংলাদেশ আরাে ২ অথবা ৩ টি টেক্সটাইল মিল স্থাপনের জন্য ভারত থেকে যন্ত্রপাতি আমদানির জন্য সরবরাহ করা হবে। এই প্রস্তাবিত টেক্সটাইল ইউনিটগুলাে প্রত্যেকটি ৩৫ হাজার মাকু চালাতে সক্ষম হবে। এই ২য় ঋণের টাকা ১৫ বছরে পরিশােধ করতে হবে এবং বছরে ৪ ভাগ সুদ দিতে হবে।৪১
রেফারেন্স: ১২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত