You dont have javascript enabled! Please enable it! 1974.05.12 | শান্তি ও প্রগতির লক্ষ্য সামনে নিয়ে মুজিব-ইন্দিরা আলােচনা শুরু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

শান্তি ও প্রগতির লক্ষ্য সামনে নিয়ে মুজিব-ইন্দিরা আলােচনা শুরু

নয়াদিল্লি: আজ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় বিষয়সমূহ সম্পর্কে মতামত বিনিময় শুরু হয়েছে বলে গােলাম রসুল মল্লিক জানিয়েছেন। আজ বিকেল ৫টা থেকে ৫-দফা বৈঠকে আলােচনা শুরু হয়েছে। উপমহাদেশের সর্বশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুই প্রধানমন্ত্রী সার্বিক অবস্থা নিয়ে আলােচনা শুরু করেছেন বলে জানা গেছে। ওয়াকিফহাল মহলের উদ্ধৃতি দিয়ে এনা জানিয়েছেন যে, উপমহাদেশে সমৃদ্ধি, শক্তি, উভয় দেশের জনগণের ভবিষ্যত সামনে রেখে দু’নেতা পারস্পরিক সহযােগিতার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেছেন। পারস্পরিক সহযােগিতার মাধ্যমে শান্তির অন্বেষা উভয় দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে দু’প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় রাষ্ট্র যে সব বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেসব সমস্যা সমাধানের ব্যাপারে তারা যেটা উত্তম বলে মনে করবেন সেটা তারা পারস্পরিক সহযােগিতার মাধ্যমে সমাধান করবেন। এ ব্যাপারে নিশ্চিত যে, এই শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। নির্ভরযােগ্য মহল সূত্রে জানা গেছে যে, পানিসম্পদ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে শীর্ষ সম্মলনে এক চুক্তিতে আবদ্ধ হবার প্রচেষ্টা চালাবে। যদি চুক্তিতে পৌছা সম্ভব হয়, তাহলে বিষয়টি বাস্তবায়নের জন্য ব্যাপক আন্তর্জাতিক সহযােগিতার প্রয়ােজন হবে বলে উক্ত সুত্রে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষক মহল আশা প্রকাশ করেন যে, উভয় নেতার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টি সব উদ্ভূত সমস্যা সমাধান করতে সক্ষম হবে যা উপমহাদেশের জনগণের ভবিষ্যতের উপর বিরাট প্রভাব বিস্তার করবে।৪০

রেফারেন্স: ১২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত