চা বাের্ড ও ভােগ্যপণ্য অফিসে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ঢাকা: বাণিজ্য ও বহির্বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমেদ অপ্রত্যাশিতভাবে চা বাের্ড এবং বাংলাদেশ ভােগ্যপণ্য সরবরাহ কর্পোরেশন অফিস পরিদর্শন করেন। মন্ত্রী এ সময় এসব অফিসে বিভিন্ন বিভাগের কাজ স্বচক্ষে দেখেন। মন্ত্রী উন্নতমানের চা উৎপাদন করার জন্য চা বাের্ডের কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যদি ভালাে চা উৎপাদন করা যায় তাহলে তা রপ্তানি করে আশানুরূপ বৈদেশিক মুদ্রা লাভ করা যাবে। ভােগ্যপণ্য সরবরাহ কর্পোরেশন পরিদর্শনের সময় তিনি ভােগ্যপণ্য সংস্থা কর্তৃক ঢাকায় বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে ৭টি নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর বিক্রি ব্যবস্থা সম্পর্কে অবহিত হন। মন্ত্রী ভােগ্যপণ্য সরবরাহ সংস্থা কর্মচারীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।৩৩
রেফারেন্স: ১০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত