উৎপাদন বাড়াতে কঠোর পরিশ্রম করুন: এম মনসুর আলী
আজীম নগর, নাটোর: স্বরাষ্ট্র ও যােগাযােগমন্ত্রী জনাব এম মনসুর আলী দেশের অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আখ ও চিনি উৎপাদন বৃদ্ধিকল্পে কঠোর পরিশ্রম করার জন্য চিনিকলের অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব মনসুর আলী এখানে বাংলাদেশ সুগার মিল কর্পোরেশনের বার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। সম্মেলনে কর্পোরেশনের চেয়ারম্যানসহ সকল ম্যানেজার এডমিনিস্ট্রেটিভ অফিসার ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা যােগদান করেন। স্বরাষ্ট্র ও যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলী তার ভাষণে বলেন যে, বাংলাদেশ দীর্ঘদিন অভাব অনটনের মধ্যে চলতে পারে না বা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে না। তিনি বলেন, চিনিকলের কর্মীরা যদি উৎপাদন বৃদ্ধির নজির স্থাপন করতে না পারে তাহলে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন। বাড়ানাের জন্য অন্যান্য সংস্থা করবে ও তা অনুপ্রেরণা জোগাবে। মন্ত্রী মহােদয় সম্মেলনের পূর্বে উত্তরবঙ্গ চিনিকলের ভেতরে পরিদর্শন করেন। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি সৈন্যরা এই মিলের প্রশাসক লে. আনােয়ারুল আজিমসহ ৪৪ জন কর্মচারীকে হত্যা করে। জনাব মনসুর আলী শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। মিলের প্রশাসক শহীদ লে. আনােয়ারুল আজীমের নামানুসারে গােপালপুরের নাম পরিবর্তন করে আজীমনগর রাখা হয়। সম্মেলনে এক প্রস্তাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।২৯
রেফারেন্স: ৯ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত