You dont have javascript enabled! Please enable it! 1974.05.06 | আওয়ামী লীগ সভায় বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ সভায় বঙ্গবন্ধু

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি এবং আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে স্পষ্টভাবে ঘােষণা করেন যে, দেশে শান্তি ও আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেই বিশ্ব ব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সূত্র থেকে দেশের উন্নয়নের জন্য প্রয়ােজনীয় সাহায্য সংগ্রহ করা যাবে। আই ডি এ আরও শীঘ্রই উন্নয়ন ঋণ মঞ্জুর করবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমানে বাংলাদেশে সফররত বিশ্ব ব্যাংক বিশেষজ্ঞ ও কর্মকর্তারা পাঁচসালা পরিকল্পনায় সাহায্য দানের জন্য বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের কাছে। সুপারিশ করবেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগ নেতাদের বলেছেন যে, দেশের উন্নতির উপরই সাধারণ মানুষের উন্নতি নির্ভর করে। তিনি উন্নয়ন কার্যে সকলকে প্রেরণা দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের আহ্বান জানান। কৃষি উন্নয়নের উপর তিনি খুবই গুরুত্ব দেন বলে এই মহল প্রকাশ করেন। শিল্পনীতি ও নতুন শিল্প স্থাপন সম্পর্কে তিনি সুস্পষ্ট মতামত ব্যক্ত না করলেও তিনি উৎপাদন বৃদ্ধির উপর জোর দেন। সরকার কর্মসংস্থান বৃদ্ধির জন্য সকলের সহযােগিতায় বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রতিটি জেলায় অর্থনৈতিক অবস্থা ও সাহায্যের প্রয়ােজন সম্পর্কে অবহিত হন। অস্ত্র উদ্ধারের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ঘােষণা করেন।১৫

রেফারেন্স: ৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত