You dont have javascript enabled! Please enable it! 1974.04.28 | বঙ্গবন্ধু-নে উইন আরাে আলােচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু-নে উইন আরাে আলােচনা

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বার্মার রাষ্ট্রপতি জেনারেল নে উইন এক নৌ-বিহারে গমন করেন। বিহারে উভয় নেতা বিভিন্ন বিষয়ে ঘরােয়া আলােচনায় মিলিত হন। বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট নে উইন পাগলা ঘাট থেকে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার প্রমােদতরী পাথ ফাইন্ডারে সকাল সাড়ে ৯ টায় আরােহণ করেন। এবং বিকাল সাড়ে ৩ টায় ফিরে আসেন। নৌবিহার কালে বার্মার প্রেসিডেন্ট বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখে অত্যন্ত মুগ্ধ হন। এ সময় নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সাথে বার্মিজ গ্রামের সাদৃশ্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। নৌবিহার কালে নদীর দু’তীরের অসংখ্য উফুল্ল জনতা দুই মহান নেতাকে হাত নেড়ে এবং বিভিন্ন ধ্বনি দিয়ে অভিনন্দন জানান। পূর্বাহ্নে পাগলাঘাটে দুই মহান নেতা সকালে উপস্থিত হবার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন আওয়ামী লীগ সংসদীয় দলের মুখ্য সচিব শাহ মােয়াজ্জেম হােসেন। নৌবিহারকালে প্রেসিডেন্ট নে উইনের সাথে সফরকারী অন্য নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হােসেন, পাটমন্ত্রী জনাব শামসুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তােফায়েল আহমেদ, তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দির ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।১০১

রেফারেন্স: ২৮ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত