পাকিস্তানি গােলায় ভারতীয় বালক আহত
আগরতলা, ১৭ এপ্রিল- স্থানীয় অরুন্ধুতীনগরে একটি বালক পাক গােলায় গুরুতরভাবে আহত হয়েছে। বালকটি যখন অরুন্ধুতীনগর বাজার থেকে সন্ধ্যায় বাড়ির দিকে যাচ্ছিল তখন সীমান্তের অপর পারে পাক হানাদারদের নিক্ষিপ্ত একটি গােলার টুকরা তার দেহে আঘাত করে। আহত বালকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: গণ সংহতি
১৮ এপ্রিল, ১৯৭১