You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১২ই ফেব্রুয়ারি ১৯৬৯
কনভেনশন লীগ নেতা কর্তৃক শেখ মুজিবের আশু মুক্তি দাবী

ঢাকা, ১০ই ফেব্রুয়ারী (পিপিআই)।- অদ্য কনভেশন মুসলিম লীগের বিদ্রোহী গ্রুফের অন্যতম নেতা জনাব শামসুল হুদা অবিলম্বে শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং তাহার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবী জানান৷
পূর্ব পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের কাউন্সিলর জনাব হুদা ছাত্রদের দাবী সমর্থন এবং অবিলম্বে তাহাদের শিক্ষা সংক্রান্ত দাবী মানিয়া লওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আবেদন জানান। তিনি সকল রাজবন্দীর মুক্তি দাবী করেন।
জনাব হুদা কনভেনশন লীগের সাধারণ সম্পাদক পূর্ব পাকিস্তান হইতে গ্রহণের দাবী জানান।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯