বাংলাদেশের জন্য দুটি ব্রিটিশ ট্রলার
ঢাকা: বি, আই, এস-র সংবাদে প্রকাশ, অন্তরীপ যুদ্ধে দশ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ব্রিটেনে নির্মিত দুটি মাছ ধরার ট্রলার সম্প্রতি চট্টগ্রামে পৌঁছেছে। ট্রলার দুটি অতি আধুনিক ইলেকট্রনিক সরঞ্জামে সজ্জিত। ১লক্ষ ৩৪ হাজার পাউন্ড ব্যয়ে নির্মিত এই নৌযান দুটি গত বুধবার এক অনুষ্ঠানে বন ও মৎস্য চাষ দফতরের মন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ব্রিটেন বাংলাদেশকে ২৫ বছরের মেয়াদে সুদমুক্ত যে পণ্য সাহায্য ঋণ প্রদান করেছে তা থেকে ট্রলার দুটির অর্থ পরিশােধ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য চাষ উন্নয়ন কর্পোরেশন ট্রলার দুটি চালনা করবে।
এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী জনাব রিয়াজউদ্দিন ট্রলার দুটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদকে কাজে লাগানাের জন্য সরকার কয়েকটি প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পগুলােতে ১০ টি ট্রলার থাকবে। এগুলাে বাস্তবায়িত হলে বিদেশে মাছ রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। মন্ত্রী বলেন, ১টি ট্রলার ক্রয়ের ব্যাপারে ডেনমার্ক সরকারের সাথে চূড়ান্ত কথাবার্তা সম্পন্ন হয়েছে এবং আরও দুটি ট্রলার ক্রয়ের ব্যাপারে কথাবার্তা চলছে।৭০
রেফারেন্স: ২০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত